কবি নির্মলেন্দু গুণ গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ^বিদ্যালয়ের উপ উপাচার্য মুহাম্মদ সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কবি নির্মলেন্দু গুণ নিউমোনিয়াও শ্বাসকষ্টে ভুগছেন।
কবি মুহাম্মদ সামাদ বলেন, নির্মলেন্দু গুণ দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার চিকিৎসার বিষয়ে সবার নজর দেওয়া জরুরি। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার দাবিও জানান তিনি।