১৯৭০ সাল থকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত– এই দীর্ঘ ৫২ বছরে শুধুই কবিতা থেকে আমি যে পরিমাণ রয়ালিটি পেয়েছি– তার সমপরিমাণ রয়ালিটি পেতে বাংলা ভাষার সবচেয়ে এগিয়ে থাকা কবিদেরকেও এককাধিকবার জন্মগ্রহণ করতে হবে।
আমি সবচেয়ে বেশি টাকা উপার্জন করেছি জাতির দুঃসময়ে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা আমার কবিতাগুলো থেকে। যে-কবিতাগুলোর জন্য একসময় পুলিশ ও রাষ্ট্র আমাকে তাড়া করেছে– সেই কবিতাগুলোর জন্যই পুলিশ আমাকে সেলাম ঠুকে।
জানতে চাইছি– এই সত্যটাকে প্রকাশ না করে জীবনানন্দের মতো চুপ করে থাকাটাই কি আমার পক্ষে শ্রেয় ছিলো?
আমার মনে হয় — না। আপনারা কী বলেন?