The news is by your side.

কবিগুরুর জন্মবার্ষিকীতে নাচবেন ঋতুপর্ণা, উপস্থিত থাকবেন  অমিত শাহ

0 129

২৫ বৈশাখ বিজেপির রবীন্দ্র সন্ধ্যায় দেখা যেতে পারে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। সেখানে নৃত্য পরিবেশন করতে পারেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

৮ মে ফের পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন অমিত শাহ। ওই দিন সন্ধ্যায় মুর্শিদাবাদে সভা করবেন তিনি। ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ, কবিগুরুর জন্মবার্ষিকীতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন শাহ। সন্ধ্যায় সায়েন্স সিটি অডিটরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সেখানেও উপস্থিত থাকবেন শাহ। আর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তনুশ্রী শংকর, ঋতুপর্ণা সেনগুপ্ত। থাকবেন সোমলতা আচার্যও।

সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজক বিজেপি প্রভাবিত সংগঠন ‘খোলা হাওয়া’। সংগঠনটি তৈরি করেছেন বিজেপির রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য স্বপন দাসগুপ্ত। তাদের অনুষ্ঠানে শাহর পাশাপাশি হাজির থাকবেন রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

অনুষ্ঠানের মূল বক্তাও তিনি। রাজনৈতিক মহলের মতে, সব মিলিয়ে পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে ফের একবার বাঙালি আবেগকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। তাই রবি ঠাকুরের জন্মবার্ষিকীতে যাচ্ছেন শাহ। যাবেন ঠাকুরবাড়িতেও।

ঋতুপর্ণা অংশ নেবেন নাচে, বিষয়টি নিয়ে কলকাতার বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.