The news is by your side.

কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেমস

0 176

ঈদে গান মুক্তি দিয়ে আলোচনায় ছিলেন জেমস। এবার কনসার্টে অংশ নিতে নিজ দল নগর বাউল নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এই রকস্টার।

নর্থ মিয়ামি বিচে ১৮ বছর ধরে আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলার। এবার ১৯তম আয়োজনে গান করবেন জেমস। ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হবে কনসার্ট। সেখানে জেমসের সঙ্গে আরো গাইবেন বিন্দু কণা, সায়রা রেজা ও ভারতের প্রিয়ংবদা ব্যানার্জি।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, চলতি মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। ৩ জুন প্রথম কনসার্ট শেষে দেশটির আরো ১০টি রাজ্যে তাদের শো রয়েছে।

তিনি বলেন, কনসার্টের এই সংখ্যাটা আরো বাড়বে, কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকই যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ডদলই এক মাস দেশটিতে থাকব।

সব শেষে ঈদুল ফিতরের আগের রাতে অর্থাৎ ‘চাঁদ রাতে’ প্রকাশ হয়েছে জেমসের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানের কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুরও করেছেন এই রকস্টার। এটি বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.