‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘সরলতার প্রতিমা’, ‘আবার দেখা হবে’র মতো অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন।
সোমবার রাতে ঢাকার গ্রিনরোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, কয়েক বছর ধরেই হৃদ্রোগে ভুগছিলেন খালিদ। একাধিকবার হৃদ্রোগের চিকিৎসা নিয়েছেন তিনি। তাঁর হৃদ্যন্ত্রে একটি স্টেন্ট বসানো ছিল।
আশির দশকের গোড়ার দিকে সংগীতে খালিদের অভিষেক হয়। এরপর সেই দশক এবং নব্বই দশকে বেশ সাফল্যের সঙ্গে গান করে গেছেন তিনি। তার ব্যান্ডের নাম ‘চাইম’।
দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে সংখ্যার দিক থেকে সমসাময়িক শিল্পীদের তুলনায় কম গান করলেও প্রায় সব গানেই তুমুল জনপ্রিয়তা পান খালিদ।