The news is by your side.

কঙ্গো প্রজাতন্ত্রে গির্জায় সন্ত্রাসীদের হামলা: নিহত ১৪

0 144

 

কঙ্গো প্রজাতন্ত্রে গির্জায় সন্ত্রাসীদের হামলায় ১৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৮ আগস্ট) দেশটির স্থানীয় কর্মকর্তা ও সুশীল সমাজের এক নেতা নিশ্চিত করেছে।

রোববার (২৭ আগস্ট) কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে গির্জায় প্রার্থনারত উপাসকদের ওপর এ হামলার পর অন্তত ১৪ জন নিহত হন।

সংশ্লিষ্টরা জানান, নিহতদের মধ্যে কয়েকজন হামলাকারীও রয়েছে। দেশটির সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান হস্তক্ষেপ সত্ত্বেও কঙ্গোর পূর্বাঞ্চল বছরের পর বছর ধরে ক্রমাগত সহিংসতার মধ্যে রয়েছে এবং রোববারের এই হামলা ও প্রাণহানি ধারাবাহিক অস্থিতিশীলতারই সর্বশেষ ঘটনা।

নিহত ১৪ জনের মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক, চারজন হামলাকারী এবং একজন সৈন্য রয়েছেন।

ব্যাপক মিলিশিয়া সহিংসতা রোধ করার লক্ষ্যে কঙ্গো সরকার ২০২১ সালে নর্থ কিভু ও ইতুরিতে অবরোধের ঘোষণা দিয়েছিল। কিন্তু হত্যাকাণ্ড ও বিদ্রোহী তৎপরতা কমার কোনো লক্ষণ দেখা যায়নি। ২০ বছরের বেশি সময় ধরে জাতিসংঘের শান্তিরক্ষীরা মোতায়েন রয়েছে কঙ্গোতে।

Leave A Reply

Your email address will not be published.