The news is by your side.

কখনও ইলেকট্রিক ব্লু তো কখনও সোনালি সেকুইন! ‘পাঠান’-এর আগেও বহু বার বিকিনিতে ধরা দিয়েছেন দীপিকা

0 113

গেরুয়া বিকিনি হোক বা মনোকিনি— পাঠান ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের লাস্যময়ী নাচ যেমন বিতর্কের সৃষ্টি করেছে, তেমনই দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু বিকিনিতে এই প্রথম বড় পর্দার সামনে হাজির হননি তিনি। এর আগেও বহু ছবিতে সাহসী পোশাকে দেখা গিয়েছে তাঁকে।

২০১৩ সালে আব্বাস-মাস্তানের পরিচালনায় মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি ‘রেস’ ছবির দ্বিতীয় পর্ব।

‘রেস ২’ ছবিতে সইফ আলি খান, অনিল কপূর, অমিশা পটেল, জ্যাকলিন ফার্নান্ডেজ়, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। অতিথিশিল্পী হিসাবে অভিনয় করতে দেখা গিয়েছিল বিপাশা বসুকেও।

‘রেস ২’ ছবিতে বিকিনিতে ধরা দিয়েছিলেন দীপিকা। গাঢ় সবুজ রংয়ের বিকিনিতে অভিনেত্রীর ‘বোল্ড লুক’ ফুটে উঠেছিল।

‘রেস ২’ ছবিতে আরও এক বার বিকিনিতে দেখা গিয়েছে দীপিকাকে। ‘পার্টি অন মাই মাইন্ড’ নাচের দৃশ্যে বিকিনি পরেছিলেন তিনি। বিকিনির উপর গোলাপি রংয়ের শ্রাগ যেন তাঁর সৌন্দর্যে আলাদা মাত্রা এনে দিয়েছিল।

‘পাঠান’ ছাড়াও শাহরুখ খানের সঙ্গে নাচের তালে দীপিকা পা মিলিয়েছিলেন ‘বিল্লু’ ছবির একটি গানে। ২০০৯ সালে প্রিয়দর্শনের পরিচালনায় মুক্তি পায় কমেডি ড্রামা ঘরানার ওই ছবি।

‘বিল্লু’ ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, ইরফান খান, লারা দত্ত প্রমুখ। অতিথিশিল্পী হিসাবে কাজ করতে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন এবং করিনা কপূর খানকে।

গেরুয়া বিকিনি হোক বা মনোকিনি— পাঠান ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের লাস্যময়ী নাচ যেমন বিতর্কের সৃষ্টি করেছে, তেমনই দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু বিকিনিতে এই প্রথম বড় পর্দার সামনে হাজির হননি তিনি। এর আগেও বহু ছবিতে সাহসী পোশাকে দেখা গিয়েছে তাঁকে।

২০১৩ সালে আব্বাস-মাস্তানের পরিচালনায় মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি ‘রেস’ ছবির দ্বিতীয় পর্ব।

‘রেস ২’ ছবিতে সইফ আলি খান, অনিল কপূর, অমিশা পটেল, জ্যাকলিন ফার্নান্ডেজ়, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। অতিথিশিল্পী হিসাবে অভিনয় করতে দেখা গিয়েছিল বিপাশা বসুকেও।

‘রেস ২’ ছবিতে বিকিনিতে ধরা দিয়েছিলেন দীপিকা। গাঢ় সবুজ রংয়ের বিকিনিতে অভিনেত্রীর ‘বোল্ড লুক’ ফুটে উঠেছিল।

‘রেস ২’ ছবিতে আরও এক বার বিকিনিতে দেখা গিয়েছে দীপিকাকে। ‘পার্টি অন মাই মাইন্ড’ নাচের দৃশ্যে বিকিনি পরেছিলেন তিনি। বিকিনির উপর গোলাপি রংয়ের শ্রাগ যেন তাঁর সৌন্দর্যে আলাদা মাত্রা এনে দিয়েছিল।

‘পাঠান’ ছাড়াও শাহরুখ খানের সঙ্গে নাচের তালে দীপিকা পা মিলিয়েছিলেন ‘বিল্লু’ ছবির একটি গানে। ২০০৯ সালে প্রিয়দর্শনের পরিচালনায় মুক্তি পায় কমেডি ড্রামা ঘরানার ওই ছবি।

‘বিল্লু’ ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, ইরফান খান, লারা দত্ত প্রমুখ। অতিথিশিল্পী হিসাবে কাজ করতে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন এবং করিনা কপূর খানকে।

 

 

Leave A Reply

Your email address will not be published.