The news is by your side.

কক্সবাজারে ৪৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী  গ্রেফতার

0 191

 

কক্সবাজার অফিস

কক্সবাজার পৌরসভার বাজার ঘাটা এলাকাস্থ নাপিতা পুকুর এলাকায় অভিযান চালিয়ে চুয়াল্লিশ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকার আক্তার কামালের ছেলে মহিউদ্দিন (৪৫)। বর্তমানে সে কক্সবাজার পৌরসভার বাজার ঘাটাস্থ নাপিতা পুকুর এলাকায় স্থায়ীভাবে বসবাস করে।

শনিবার (৮ অক্টোবর) রাত অনুমান সাড়ে এগারো ঘটিকার সময় কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম বার এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে সুনির্দিষ্ট  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম গ্রেফতারকৃত আসামী মহিউদ্দিন এর বর্তমান ঠিকানাস্থ নাপিতা পুকুর এলাকার বসত ঘরে অভিযান চালিয়ে চুয়াল্লিশ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। এসময় ইয়াবা বিক্রির ৩৭ হাজার টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করে জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ১ কোটি ৩২ লাখ টাকা।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম বাদী হয়ে  গ্রেফতারকৃত আসামি মহিউদ্দিনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ।

অভিযানে নেতৃত্বদানকারী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, গতকাল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি মহিউদ্দিন এর বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করি। গ্রেফতারকৃত মহিউদ্দিন এলাকায় মানুষের ধারণা পালটাতে নিয়মিত নামাজ আদায় করলেও মূলত এর ছদ্মবেশে  দীর্ঘদিন ধরে বড় বড় মাদকের চালান পাচার করে আসছে। তাকে রিমান্ডে এনে ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.