The news is by your side.

কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভা হবে জনসমুদ্র  জেলা আ’লীগের সংবাদ সম্মেলন

0 202

ওসমান গনি,

কক্সবাজার অফিস

৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারের জনসভা জনসমুদ্র হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সোমবার বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমন ও জেলা আওয়ামী লীগের জনসভার সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা ও দপ্তর সম্পাদক  বিপ্লব বড়ুয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

এসময় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক (এমপি) জাফর আলম ( এমপি),প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, হাসান জাহিদ তুষার,সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সহ জেলা আওয়ামীলীগের নেতার এসময় উপস্থিত ছিলেন।

৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে।

সেদিন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে পুরো শহর জনসভায় পরিনত হবে বলে জানান আওয়ামীলীগ নেতারা। সাড়ে ৫ বছর পর কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী ।

এ নিয়ে গেলো ১৪ বছরের ৯ বার কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কক্সবাজার সফরকালে ২৮ টি প্রকল্পের উদ্বোধন এবং ৪ টি প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave A Reply

Your email address will not be published.