The news is by your side.

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান:  ৫ মানব পাচারকারী গ্রেফতার

0 160

 

কক্সবাজার অফিস

টেকনাফে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মানব পাচারকারী গ্রেফতার করা হয়েছে।

এ সময় এক ভিকটিমকে উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (রাত সাড়ে ১২টা থেকে সকাল ৮ পর্যন্ত তারই নেতৃত্বে টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মানব পাচারের সাথে জড়িত এজাহার নামীয় ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী এলাকার মৃত হোছন আহমদের ছেলে মোঃ বেলাল (২০), একই এলাকার মৃত আমির হামজার ছেলে আব্দুর রহমান (৫৫), মৃত হোছন আহমদের ছেলে আব্দুর রশিদ (২৭)।

হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড ঝিমংখালীর মোঃ কালুর ছেলে জাহাঙ্গীর আলম (২৬), একই এলাকার আব্দুল হাকিমের ছেল মোঃ জাহাঙ্গীর (১৯)।

উদ্ধারকৃত ভিকটিম হলেন হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড ঝিমংখালীর মোঃ আজিজুল হকের ছেলে মোঃ শাহেদ (১৭)।

Leave A Reply

Your email address will not be published.