The news is by your side.

কক্সবাজারে ট্রলার থেকে ১১ মরদেহ উদ্ধার

0 122

অবৈধপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ৮ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী সদস্যরা। কুতুবদিয়া চ্যানেলে খুদিয়াটেক পয়েন্টে আশপাশের এলাকা থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের উদ্ধার যান তানভীর ও তৌহিদ এবং নৌ-বাহিনীর উদ্ধার যান অতন্দ্র ও অপরাজেয় জাহাজসহ কোস্টগার্ডের আরো দুটি ছোট ট্রলার উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এ ছাড়াও স্থানীয় জেলেদের ট্রলারগুলো উদ্ধার অভিযানে সহযোগিতা করছে। এর আগে বৃহস্পতিবার  ৪২ জনকে জীবিত উদ্ধার করে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোর ৫টায় বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে শতাধিক যাত্রী নিয়ে এফবি ইদ্রিস নামে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে যায়।

কোস্টগার্ড কর্মকর্তা এম এ হাশেম বলেন, শতাধিক যাত্রী নিয়ে এ ট্রলারটি ডুবে গেছে বলে তারা জেনেছেন। উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আংসাই থোই জানান, চট্টগ্রামের মাঝেরঘাট এলাকা থেকে বুধবার রাতে ট্রলারটি রওনা হয়। ট্রলারের শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.