The news is by your side.

ককটেল বিস্ফোরিত হয়েছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে

0 181

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩টা ৫ মিনিটে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা অঞ্চলের অতিরিক্ত কমিশনার আখতারুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে আসি। বিষয়টি তদন্ত করে দেখছি।’

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্টাফ মো.জুয়েল বলেন, ‘আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়ে ছিলাম। বেলা ৩টা ৫ মিনিটের দিকে কার্যালয়ের পকেট গেটের বাঁ সাইটের কড়ইগাছের ওপরের শাখাগুলোতে বিকট শব্দ হয় আর ধোঁয়া দেখা যায়। এ বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে যাই।’

Leave A Reply

Your email address will not be published.