The news is by your side.

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

0 195

সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভারতের রাজধানী নয়াদিল্লির রাস্তায় অবস্থান নেওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিরোধীদলীয় এই এমপিকে আটক করে পুলিশ। এ সময় আরও কয়েক কংগ্রেস এমপিকে আটক করা হয়।

জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, বিরোধীদের দমনপীড়নসহ বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কংগ্রেস নেতাদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন রাহুল গান্ধী। একপর্যায়ে পার্লামেন্ট ও শীর্ষ সরকারি কার্যালয়গুলোর কাছে উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা রাজপথে অবস্থান নেন তিনি। এ সময় পুলিশের সদস্যরা তাঁকে চারপাশ থেকে ঘিরে রাখেন। প্রায় ৩০ মিনিট এভাবে চলার পর রাহুলকে আটক করা হয়। এরপর তাঁকে একটি বাসে তুলে নিয়ে যাওয়া হয়। ওই বাসে আগে আটক আরও কয়েক পার্লামেন্ট সদস্য ছিলেন।

আটকের আগে রাহুল গান্ধী বলেন, ‘ভারত একটি পুলিশি রাষ্ট্র। এই রাষ্ট্রের রাজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘।

এদিকে, রাহুল গান্ধীকে যখন আটক করা হয়, তখন ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তার মা সোনিয়া গান্ধীকে।

Leave A Reply

Your email address will not be published.