The news is by your side.

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খড়গে

0 151

 

অবশেষে ভারতের বর্তমান প্রধান বিরোধী দল এবং উপমহাদেশের অন্যতম পুরোনো রাজনৈতিক দল ভারতীয় কংগ্রেসের সভাপতি হলেন মল্লিকার্জুন খড়গে। এর মধ্য দিয়ে উপমহাদেশের ঐতিহ্যবাহী দলটি ২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরে নতুন সভাপতি পেল। বুধবার  দুপুরে ভোট গণনার ফল ঘোষণা করা হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি। কংগ্রেস সভাপতি নির্বাচনে খড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯৭টি ভোট। অপরদিকে শশী থারুর ভোট পেয়েছেন ১ হাজার ৭২টি। এই ফলের মধ্য দিয়ে আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসকে নেতৃত্ব দেবেন খড়গে। কংগ্রেসের প্রায় ১৩৭ বছরের ইতিহাসে এ নিয়ে ষষ্ঠবারের মতো সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে সভাপতি বেছে নেওয়া হলো।

ফল ঘোষণার আগেই কর্ণাটকে এক সংবাদ সম্মেলনে খড়গেকে বিজয়ী ঘোষণা করেছিলেন রাহুল গান্ধী।

তিনি নতুন প্রধানের কাছে রিপোর্ট করবেন কিনা জানতে চাইলে রাহুল গান্ধী জানান, নতুন সভাপতি সিদ্ধান্ত নেবেন তার ভূমিকা কী হবে। খারগে জি এবং সোনিয়া জিকে জিজ্ঞাসা করুন।

দিল্লিতে কংগ্রেস সদর দফতরে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া ভোট গণনা দুপুর ১টার দিকে শেষ হয়।

Leave A Reply

Your email address will not be published.