চার বছরে মাত্র ২৭ সিনেমা করে যিনি অক্ষয় হয়ে আছেন বাংলাদেশের মানুষের হৃদয়ে, তিনি সালমান শাহ। রঙিন দুনিয়ায় যখন তার জনপ্রিয়তা তুঙ্গে, তখন তার হঠাৎ মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। মাত্র ২৪ বছর বয়সে অস্বাভাবিক এক মৃত্যুতে থেমে যায় এই নায়কের পথচলা। সেটি কি হত্যা, নাকি আত্মহত্যা, সেই জট খোলেনি ২৭ বছরেও।
দৃশ্যত সেই রহস্যের ওপর আলোকপাত করতেই ওটিটি প্ল্যাটফর্ম হইচই আনছে ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। কার মৃত্যু রহস্য এই সিরিজের উপজীব্য, তার নাম তারা নেয়নি, তবে ঘটনাক্রমই তা স্পষ্ট করে দেয়, আর ওয়েব সিরিজের নামটিও সালমান শাহর শেষ সিনেমার নাম থেকে নেওয়া।
এ প্রসঙ্গে নির্মাতা তানিম রহমান অংশু জানান, “শুটিং শেষ। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ভালোবাসা দিবসে সিরিজটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।”
এদিকে বাংলাদেশের মানুষের কাছে অতি চিরচেনা এই গল্পটি নব্বই দশকের প্রয়াত সুপারস্টার সালমান শাহের। তাহলে তারই মৃত্যু রহস্যের গল্পটি এবার উঠে আসছে এই ওয়েব সিরিজে?
নির্মাতা তানিম রহমান অংশু বললেন, জিনিসটা দেখতে হয়তো একই রকম লাগবে কিন্তু এটি একটি ফিকশন। তার (সালমান শাহ) সঙ্গে হয়তো কিছুটা মিলে যাবে কিন্তু এটি তার ঘটনা নয়।
অংশু বলেন, “‘বুকের মধ্যে আগুন’ দেখার পর কেউ মিল খুঁজে পেলে যে যার মতো করে ব্যাখ্যা করবে। সেটাই আনন্দদায়ক হবে। আমি এবং নির্মাণসংশ্লিষ্টদের জায়গা থেকে বলব, এই গল্প থেকে যদি কেউ অন্য ঘটনার মিল খুঁজে পায়, এটা একান্তই তার ভাবনা। তবে কোনো ইঙ্গিতপূর্ণ কিছু দেখলে হবে না।”
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অংশু আরও বলেন, এই ওয়েব সিরিজটিতে এক বছর ধরে কাজ করছি। ‘ন ডরাই’ এর পর এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
“কাস্টিং, ৭৫টির মতো লোকেশন এবং সবকিছু নিয়ে ডিটেইলস কাজ করতে হয়েছে। এর ব্যাপ্তিটা বেশ বড়। আমি ইউজুয়াল কাজের বাইরে এই কাজটি করেছি। রিলিজ হলে সবাই বুঝতে পারবেন।”
জানা গেছে, ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, গাজী রাকায়েত, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, ইয়াশ রোহান, শাহনাজ সুমি, তানভীর প্রমুখ।
সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। তাকে দেখা যাবে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে। এ জন্য তিনি নিজেকে সময় দিয়ে নতুনভাবে প্রস্তুত করেছেন।
পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় হইচই মিটে উপস্থিত হতে পারেননি অপূর্ব। তবে এক ভিডিওবার্তায় বলেন, ‘বুকের মধ্যে আগুন নিয়ে দূরে থাকতে হচ্ছে। খুব ভালো একটা কাজ হয়েছে। আপনারা দেখবেন আশা করি।’
আলফা-আইয়ের প্রযোজনায় নির্মিত সিরিজটি আগামী ফেব্রুয়ারিতে হইচই বাংলাদেশে মুক্তি পাবে।