The news is by your side.

ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে সেরা দশে সাকিব

0 144

 

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে র‌্যাঙ্কিং আপডেট করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তিন ম্যাচে চার উইকেট নেওয়া বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব বোলিং র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন।

ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়ে ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছেন তিনি। এর আগে ছিলেন ১৩তে। ওয়ানডে র‌্যাঙ্কিং অনুযায়ী তিনিই দেশের সেরা বোলার।

দুই ধাপ পিছিয়ে ২২ নম্বরে এখন মোস্তাফিজুর রহমান। এক ধাপ পিছিয়ে মেহেদি হাসান মিরাজ ২৯তম অবস্থানে।

দুই ম্যাচে তিন উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়েছেন তাসকিন আহমেদ। তিনি এখন ৪৫ নম্বরে। শেষ ম্যাচে খেলতে নেমে ২ উইকেট পাওয়া তাইজুল নয় ধাপ এগিয়ে ৫৬তে।

সিরিজের শেষ ওয়ানডেতে সুযোগ পেয়ে চার উইকেট নেওয়া শরিফুল ইসলামের অবস্থান এখনো শীর্ষ ১০০-এর বাইরে। যদিও ক্যারিয়ারসেরা ১০৪তম অবস্থানে আছেন তিনি।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন দাসের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন। তবে সিরিজের শেষ ম্যাচে ফিফটি করে দলের জয়ে অবদান রাখেন এই ব্যাটার। আর তাই তিন ধাপ এগিয়ে ৫৭৭ রেটিং পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডসের সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে আছেন লিটন।

সবশেষ র‌্যাঙ্কিংয়ে অবশ্য বড় লাফ দিয়েছেন আফগান খেলোয়াড়রা। দুই ম্যাচে চার উইকেট নেয়া রশিদ খান বোলার র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন। ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হওয়া ফজলহক ফারুকি ৫৮ ধাপ এগিয়ে চলে এসেছে ৩৩তম স্থানে।

সিরিজে সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই আফগান ওপেনার। ১১ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন ইব্রাহিম জাদরান। রহমানুল্লাহ গুরবাজ এগিয়েছেন ৪৫ ধাপ, উঠে এসেছেন ৪৫তম স্থানে।

 

Leave A Reply

Your email address will not be published.