রাশিয়ান সশস্ত্র বাহিনীর নেতৃত্বের সঙ্গে কথার লড়াই অব্যাহত রেখেছেন ওয়াগনার ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তিনি এবার বলেছেন, ওয়াগনার যোদ্ধাদের ক্ষতি করতে বাখমুত শহর থেকে ফেরার পথে রুশ সেনারা বিস্ফোরক পুঁতে রাখছে। শুক্রবার তিনি এ অভিযোগ তোলেন।
ওয়াগনার ভাড়াটেরা কয়েক মাস রক্তক্ষয়ী লড়াই এবং বিপুল হতাহতের পর পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুত থেকে ফিরে গেছে। প্রিগোজিন জানিয়েছেন, ধ্বংস হওয়া শহরে ওয়াগনারের অবস্থান রাশিয়ান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
টেলিগ্রামে প্রিগোজিন লেখেন, ‘আমার যোদ্ধারা বাখমুত থেকে ফেরার পথে এমন এক ডজন অবস্থান খুঁজে পেয়েছে যেখানে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শত শত অ্যান্টি-ট্যাঙ্ক মাইনসহ বিভিন্ন বিস্ফোরক যন্ত্র স্থাপন করে রেখেছে’।
ঊর্ধ্বতন রুশ কর্মকর্তাদের আদেশে এসব করা হয়েছে বলেও দাবি করেন প্রিগোজিন।
তিনি বলেন, ‘শত্রুদের (ইউক্রেনীয়দের) নিবৃত্ত করতে এগুলোর প্রয়োজন ছিল না। কারণ এলাকাটি অনেক পিছনের দিকের। তাই আমরা ধরে নিতে পারি বিস্ফোরকগুলো আমাদের জন্যই রাখা হয়েছে।’
এ ঘটনায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি।