The news is by your side.

‘ওলটার বেরিয়া’র প্রচারে না গিয়ে সমালোচনার ঝড়ে শ্রুতি

0 136

 

নতুন বছরের শুরুতেই মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমা ‘ওলটার বেরিয়া’। এ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা গেছে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী ও শ্রুতি হাসানকে। এ সিনেমা প্রচারেই অংশ না নিয়ে সমালোচনার ঝড়ে পড়েছেন লাস্যময়ী এ অভিনেত্রী।

১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটিতে ৬৭ বছর বয়সী চিরঞ্জীবীকে ৩৬ বছর বয়সী শ্রুতি হাসানের সঙ্গে রোমান্স করতে দেখবে দর্শক। ৩১ বছরের পার্থক্যের এ অসম জুটিকে পর্দায় দেখতে তাই মুখিয়ে আছেন অনেক দর্শক।

এদিকে দর্শকের মাঝে নতুন এ ছবির প্রচারণা আরও বাড়িয়ে তুলতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিনেত্রী জ্বরের কারণে সে অনুষ্ঠানে অংশ না নেয়ায় অনেকেরই মন্তব্য ছিল, মানসিক কোনো সমস্যার জন্যই শ্রুতিকে দেখা যায়নি।

এমন মন্তব্য শ্রুতির কানে আসতেই বেজায় চটেছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে ক্ষোভ উগড়ে দিয়েছেন। সেখানে নিজেকে মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে দাবিও করেছেন তিনি।

বর্তমানে প্রেমিক শান্তনু হাজারিকাকে ঘিরেই চলছে শ্রুতির জীবন। ব্যক্তি শ্রুতি মনে করেন, ভালো মানুষের সংস্পর্শেই ইতিবাচক বদল আসে জীবনে। জীবনে শান্তনুর উপস্থিতিতে তিনি তা এখন বুঝতে পারছেন।

Leave A Reply

Your email address will not be published.