The news is by your side.

ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের বাসা থেকে  অস্ত্র-বিদেশি মদ উদ্ধার

0 430

 

 

ঢাকা দক্ষিণের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমের বাসা থেকে একটি অবৈধ অস্ত্র, গুলি, বিদেশি মদ, বিয়ার, ওয়াকিটকি, ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

সাদা রঙের নয়তলা ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ইরফান সেলিম থাকেন জানিয়ে সোমবার সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ  জানান, সেখানে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি এয়ারগান, ৩৭টি ওয়াকিটকি, একটি হাতকড়া এবং বিদেশি মদ ও বিয়ার পাওয়া গেছে।

 

Leave A Reply

Your email address will not be published.