The news is by your side.

ওটিটিতে অশ্লীলতা, নগ্নতা, গালি বন্ধ হওয়া উচিত:  সালমান খান

0 110

প্রেম, চুম্বন, খুল্লামখুল্লা সব করলেন, এরপর নিজের বাড়িতে প্রবেশের সময় দেখলেন আপনার দারোয়ান সেই কনটেন্ট দেখছে!

ওটিটি (ওভার দ্য টপ) কনটেন্টে। বিশ্বজুড়ে বহু ওটিটি প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। সেগুলো থেকে নিয়মিত সিনেমা-সিরিজ মুক্তি পাচ্ছে এবং তা দর্শকপ্রিয়তাও পাচ্ছে বেশ। সেন্সরশিপ না থাকায় এসব কনটেন্টে অশ্লীলতা, নগ্নতা, গালি-গালাজের আধিক্য দেখা যাচ্ছে বলে অভিযোগ অনেকের।

বিষয়টি নিয়ে একাত্মতা প্রকাশ করলেন বলিউড সুপারস্টার সালমান খান। তার মতে, ওটিটির জন্য সেন্সর ব্যবস্থা থাকা উচিত। তিনি বলেন, ‘আমি সত্যিই মনে করি এই মাধ্যমটির জন্য সেন্সরশিপ থাকা উচিত। এসব অশ্লীলতা, নগ্নতা, গালি বন্ধ হওয়া উচিত। এখন ১৫-১৬ বছরের বাচ্চাও এসব দেখতে পারে। কিন্তু আপনার ছোট মেয়েটা এসব দেখছে, সেটা কি আপনার ভালো লাগবে? আমি শুধু মনে করি, ওটিটির কনটেন্টগুলো আগে নীরিক্ষা করা প্রয়োজন। যত পরিষ্কার কনটেন্ট হবে, ততই ভালো হবে, দর্শকও বেশি দেখবে।’

নিজের মন্তব্যের ব্যাখ্যায় সালমান খান বললেন, ‘আপনি সব কিছু করে ফেললেন, প্রেম, চুম্বন, খুল্লামখুল্লা সব করলেন, এরপর নিজের বাড়িতে প্রবেশের সময় দেখলেন আপনার দারোয়ান সেই কনটেন্ট দেখছে! সুতরাং আমার মনে হয় না এসব করার দরকার আছে। ভারতে থাকি, একটু-আধটু ঠিক আছে, কিন্তু মাঝে অনেক বেশি হয়ে গেছে! এখন আবার একটু নিয়ন্ত্রণে এসেছে। মানুষ এখন ভালো এবং শালীন কনটেন্টের ওপর বেশি কাজ করছে।’

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই ছবির প্রচারে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই বিভিন্ন প্রসঙ্গের মধ্যে ওটিটির বিষয়টি উঠে আসে।

ওই অনুষ্ঠানে বলিউডের অধিকাংশ ছবির ব্যর্থতা নিয়েও কথা বলেন সালমান। তার ভাষ্য, ‘আমি অনেক দিন ধরে বলে আসছি যে, হিন্দি ছবি ভালো চলছে না। ভুল ছবি বানালে কীভাবে চলবে? এখনকার নির্মাতাদের মনে ভারতের ভিন্ন বোঝাপড়া রয়েছে। তারা ভাবেন আন্ধেরি থেকে কোলাবা পর্যন্তই ভারত! কিন্তু হিন্দুস্তান আরও বৈচিত্র্যপূর্ণ।’

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি পরিচালনা করেছেন ফরহাদ সামঝি। এতে সালমান খানের নায়িকা পূজা হেগড়ে। এছাড়াও আছেন ভেঙ্কটেশ, জেসি গিল, রাঘল জুয়াল, ভূমিকা চাওলা, ভাগ্যশ্রী, শেহনাজ গিল প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.