The news is by your side.

ওজন ৬১ থেকে ৫২ কেজিতে নিয়ে এসেছি:  দীঘি

‘মার্ডার নাইনটিজ’ ওয়েব ছবিতে দীঘি

0 207

সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত একটি ওয়েব ছবিতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। নাম ‘মার্ডার নাইনটিজ’।

পরিচালনায় আবু হায়াত মাহমুদ। আসছে ঈদে এটি প্রচার হবে আরটিভিতে। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন খাইরুল বাশার। দীঘি বলেন, “ওয়েব সিনেমা ‘মার্ডার নাইনটিজ’ ছবির গল্প অসাধারণ। এতে অভিনয় করেছি গৃহবধূর চরিত্রে। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকে যায় আরেকজন। ঘটে নানা ঘটনা।” দীর্ঘদিন ধরে নতুন কাজে পাওয়া যায়নি দীঘিকে।

বলেছিলেন, নতুনভাবে হাজির হবেন তিনি। অবশেষে তাই করে দেখালেন এই মডেল অভিনেত্রী। আট মাস আগের এবং সম্প্রতি দুটি ছবি দিয়ে নতুনভাবে নিজেকে তৈরি করা প্রসঙ্গে দীঘি লেখেন, ‘এই যাত্রাটি আমার সবচেয়ে প্রিয়। গত আট মাসে ওজন ৬১ থেকে ৫২ কেজিতে নিয়ে এসেছি।’

দীঘি বলেন, ‘এই আট মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান-পতন, ঘুমহীন রাত, হৃদয় ভাঙা, বিশ্বাসঘাতকতা, কটূক্তি, বডি শেমিংসহ অনেক কিছু। এখন সেই আমি একই ব্যক্তি।’

Leave A Reply

Your email address will not be published.