The news is by your side.

ঐশ্বর্যর কাছে  চুমুর আবদার ইমরান হাশমির!

0 121

মল্লিকা শেরওয়াতের সঙ্গে ‘মার্ডার’ ছবির পরেই রাতারাতি স্টার হয়ে উঠেছিলেন ইমরান হাশমি। তাঁর ছবি মানেই দর্শকের ‘চুমু’ প্রাপ্তি। ইনস্টাগ্রামে ঐশ্বর্য রাই বচ্চনের একটি ছবির সঙ্গে  সেলফি শেয়ার করে আফসোস প্রকাশ করেছেন ইমরান। ক্যাপশনে লিখেছেন, অভিনয় করার সুযোগ হয়নি তাই তাঁর ছবির পাশে দাড়িয়ে সেলফিই সই!

ঐশ্বর্যের পাশে দাঁড়িয়ে সেলফি তুলে ইমরানের এই আবদার আসলে তাঁর ‘সেলফি’ ছবির প্রমোশনের এক কারসাজি। শুধু বচ্চনবধূ নয়। ইমরান ছবি শেয়ার করেছেন বলিউডের ‘খিলাড়ি’র সঙ্গেও। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, দুই প্রজন্মের একটাই পছন্দ। তাই অভিনেতার পোস্ট ঘিরে আনন্দে মেতেছেন অনুরাগীরা। এই ছবিতে ইমরানের সঙ্গে থাকছেন অক্ষয় কুমার, নুসরত বারুচা ও ডায়ানা পেনটি। আগামীকাল মুক্তি পাবে ছবিটির ট্রেলর। আর ছবি মুক্তি পাবে চব্বিশে ফেব্রুয়ারি।

পোস্টার দেখে ছবির গল্প সম্বন্ধে আঁচ করা মুশকিল। অনুরাগীদের মন রাখতে এই ছবিতে কী দুই অভিনেত্রীর সঙ্গেই রোম্যান্স করবেন ‘সিরিয়াল কিসার’? সেই নিয়ে জল্পনা তুঙ্গে। আপাতত ট্রেলরে চোখ রাখতে অপেক্ষা তো করতেই হবে।

 

Leave A Reply

Your email address will not be published.