বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের দিক থেকে চোখ সরাতে পারতেন না বলিউড স্টার অক্ষয় খান্না। অক্ষয় জানিয়েছিলেন করণ জোহরকে।
করণকে অক্ষয় বলেন, তার (ঐশ্বরিয়া) দিকে তাকানোর পর চোখ সরাতে পারতাম না। যা অত্যন্ত বিব্রতকর। মানুষের ‘তাকিয়ে’ থাকার বিষয়টি নিয়ে ঐশ্বরিয়া হয়ত অভ্যস্ত ছিলেন; কিন্তু আমি কারও দিক থেকে চোখ সরিয়ে নিতে পারছি না- এ ব্যাপারটায় আমি অভ্যস্ত নই।
নব্বইয় দশকের অভিনেতা অক্ষয় খান্না ঐশ্বরিয়ার সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘তাল’ এবং ‘আ আব লাউত চলেন’ সিনেমায়। এর মধ্যে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া নির্মাতা সুভাষ ঘাইয়ের ‘তাল’ জনপ্রিয় হয় এর গানের জন্য।
‘তাল’ এবং ‘আ আব লাউত চলেন’ ছাড়া আর কোনো সিনেমায় অক্ষয় ও ঐশ্বরিয়া একসাথে কাজ করেননি।
ঐশ্বরিয়াকে আগামীতে মণিরত্নমের তামিল সিনেমা ‘পোন্নিয়িন সেলভান ২’-এ দেখা যাবে। ২৮ এপ্রিল মুক্তি পেতে চলা সিনেমাটিতে ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার নায়ক ত্রিশা কৃষ্ণন, বিক্রম, জয়ম রবি এবং কার্তি।
অন্যদিকে অক্ষয়কে শেষবার দেখা গেছে অজয় দেবগণ, টাবু, শ্রিয়া সরণের সঙ্গে ‘দৃশ্যম-২’ সিনেমায়।