The news is by your side.

ঐন্দ্রিলার ।ঠোঁটে ঠোঁট রেখে অনিশ্চয়তার কথা শোনালেন অঙ্কুশ

0 141

 

প্রেমের সপ্তাহের ধারাবাহিকতায় অঙ্কুশ শোনালেন অনিশ্চয়তার কথা।

শনিবার অঙ্কুশ ফেসবুকে তার দীর্ঘদিনের প্রেমিকা ঐন্দ্রিলার ঠোঁটে ঠোঁট রেখে একটি ছবি পোস্ট করে লিখেছেন, কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে।  আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।

টলিপাড়ার জনপ্রিয় জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। অঙ্কুশের এই পোস্টেই নেটমাধ্যমে শোরগোল পড়ে গেছে। তাহলে কি অভিনেতার বিয়ে এরমধ্যেই হওয়ার কথা ছিল? বিয়েটা কি স্থগিত হয়ে গেল? কী এমন কারণ? এমন প্রশ্ন তুলছেন ভক্তরা। অনেকে আবার সমস্ত কিছু ভুলে প্রিয় তারকাকে বিয়েটা করে ফেলার পরামর্শ দিয়েছেন।

অঙ্কুশ প্রায়ই ঐন্দ্রিলাকে নিয়ে নানা মজার পোস্ট করে মাতিয়ে দেন সোশ্যাল মিডিয়া। এদিন তিনি সম্পর্কের গভীরতা বুঝিয়ে দেওয়ার সঙ্গেই বলে দেন, তার জীবনে ঐন্দ্রিলার চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।  বোঝাই যাচ্ছে, অঙ্কুশ এমন কতা লিখে নিছকই মজা করেছেন।

আগেও একবার এমন রহস্যজনক পোস্ট করে সবাইকে চমকে দিয়েছিলেন অঙ্কুশ। পরে তাদের ‘লাভ ম্যারেজ’ সিনেমার ফার্স্টলুক সোশ্যাল মিডিয়ায় দেখার পর বোঝা যায়, বিষয়টি রিয়েল নয়। রিল লাইফের ‘লাভ ম্যারেজ’-এর কথা বলেছিলেন অভিনেতা। এবারও কি তেমন কিছু ঘটতে চলেছে? তা জানা যাবে ভবিষ্যতেই।

 

Leave A Reply

Your email address will not be published.