আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে নগরীর সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে ভাষণে উজ্জীবিত হয়ে বাঙালি জাতির ঝাঁপিয়ে পড়ে চূড়ান্ত মুক্তিযুদ্ধে।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সকালে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতি পুষ্পার্ঘ্য অর্পণ করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা, জোটের কেন্দ্রীয় নেতা নাট্যাভিনেত্রী তারিন জাহান, তানভীর সুইটি, চলচিত্র নায়িকা শাহনূর, লেখক ও সাংবাদিক সুজন হালদারসহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জোট নেতৃবৃন্দ বলেন, জাতির পিতার আদর্শে উদার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সংস্কৃতিকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।