The news is by your side.

এ বছরই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন বিজয়-রাশমিকার!

0 129

এ বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা— এই গুঞ্জন এখন ভেসে বেড়াচ্ছে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনসহ বলিউডের বাতাসে।

পাত্র দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবারাকোন্ডা। অনেকদিন ধরে বিজয়ের সঙ্গে রাশমিকার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু দু’জনের কেউ এ নিয়ে মুখ খোলেননি। বিষয়টি নিছক গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন এ দুই তারকা।

কিন্তু এতদিন ধরে যা শোনা গেছে, তা যে নিছক গুঞ্জন নয় এবার তারই প্রমাণ মিলেছে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, গুঞ্জনের আগুনে রীতিমতো ঘি ঢেলেছেন রাশমিকা নিজেই। প্রকাশ্যেই এবার জানিয়ে দিয়েছেন, বিজয়কেই মন দিয়েছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, দুবাইয়ের রাস্তায় হাতে হাত রেখে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রাশমিকা ও বিজয়। শুধু তাই নয়, বিজয়ের পরিবারের সদস্যদের সঙ্গেও রাশমিকাকে দেখা গেছে। শোনা যাচ্ছে, বিয়ের পাকা কথা বলতেই দুবাইয়ে মিলিত হয়েছেন তাঁরা। আর চলতি বছরেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই দুই তারকা।

Leave A Reply

Your email address will not be published.