The news is by your side.

এ নৌকা নূহ নবীর নৌকা : শেখ হাসিনা

0 214

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, এ নৌকা নূহ নবীর নৌকা। এ নৌকায় কিন্তু মানবজাতিকে রক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামীন। এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আবার নৌকা যখন ক্ষমতায় এসেছে মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে।

বিকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। যাদের নৌকা প্রতীক দিয়েছি, তাদের বিজয়ী করুন।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। বিমানবন্দরে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.