দেশের বাইরে এস আলম গ্রুপের টাকা নেয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুরোধ করলে আইনের মধ্যে থেকে যা করা সম্ভব তাই করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।
সোমবার (৭ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে মার্কিন পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।
দেশের বাইরে এস আলম গ্রুপের টাকা নেয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী করতে পারে, জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, আমরা এ ধরনের কোনো নির্দেশনা পাইনি এখন পর্যন্ত। যদি দুর্নীতি দমন কমিশন আমাদের অনুরোধ করে তাহলে আমরা যেটা করার করব, আইনের মধ্যে থেকে।
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র, কানাডার মতো দেশগুলোতে মানিলন্ডারিং হয়ে থাকে। সেই টাকাগুলো ফেরত আনতে সহযোগিতা চাওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ফেরত আনা তো পরের বিষয়। এগুলো কোন রুটে যাচ্ছে, সেগুলো বন্ধ করা দরকার। সবই যে অস্বচ্ছ টাকা, তা তো না।
‘আমরা অনেক সময় দেখেছি, কানাডায় পাচারের কথা বলেন। কিন্তু মধ্যপ্রাচ্যে অনেক বাংলাদেশি আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা কিন্তু অনেক কষ্ট করে পয়সা অর্জন করে কানাডায় গেছেন। সুতরাং সেটাও কিন্তু এখানে আছে। অনেকে ব্যবসা করেন এক্সপোর্টের, সেটির আয়ের একটি অংশ ওখানে থাকে, সেটাও কতটা অবৈধ সেটি আমি জানি না।
তিনি বলেন, বাংলাদেশের অনেকে বাবা-মা, দাদার জমি বা অ্যাপার্টমেন্ট বিক্রি করে নিয়ে গেছেন সেটার সোর্স অবৈধভাবে অর্জিত বলা ঠিক হবে না। কিন্তু সেটি কীভাবে নেয়া হয়েছে, আইনসঙ্গতভাবে নেয়া হয়েছে কিনা; সেই ইস্যুগুলো যাচাই-বাছাই করা প্রয়োজন।