The news is by your side.

এসএমসি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাকিব খানের অভিযোগ: ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

0 100

‘ওরস্যালাইন‘ উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান এসএমসিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাকিব খানের অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তার বিজ্ঞাপন প্রচার করছে প্রতিষ্ঠানটি। এ কারণে চার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এসএমসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক ও মহাব্যবস্থাপক খন্দকার শামীম রহমান বরাবর এই নোটিশ পাঠিয়েছেন শাকিবের আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন।

নোটিশে বলা হয়েছে, অননুমোদিত এ বিজ্ঞাপনগুলো প্রচারণায় নায়ক শাকিব খানের আর্থিক ক্ষতি, খ্যাতির ক্ষতি এবং অসুবিধার কথা বিবেচনা করে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে সাত দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইনজীবী।

একটি গণমাধ্যমকে আইনজীবী বলেন, এসএমসির সঙ্গে নায়ক শাকিব খানের বিজ্ঞাপন চুক্তির মেয়াদ ২০২২ সালের ডিসেম্বর মাসেই শেষ হয়েছে। এরপর চুক্তি নবায়ন না করেই প্রায় ৫ মাস বিজ্ঞাপন প্রদর্শন করা হয়েছে। এতে শাকিব খান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ কোটি টাকার।’

Leave A Reply

Your email address will not be published.