The news is by your side.

এশিয়া কাপের ভেন্যু -পাকিস্তান ও আরব আমিরাত

0 148

চলতি বছরের মাঠে গড়াবে এশিয়া কাপ ক্রিকেট। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের আসর। তবে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায় ভারত। এতেই হুমকির মুখে পড়ে এশিয়া কাপ। তবে অনেক নাটকের অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু।

এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগস্ট-সেপ্টেম্বরে হাইব্রিড পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। পাকিস্তানে হবে চারটি ম্যাচ। তবে ভারতের কোনো খেলা সেখানে অনুষ্ঠিত হবে না। ভারতের গ্রুপ পর্বের ম্যাচ, সেমিফাইনাল, ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। দুই দেশের দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

পাকিস্তানে যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে তা মাঠে গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

 

Leave A Reply

Your email address will not be published.