The news is by your side.

 এশিয়ার ১০০ ডিজিটাল তারকা তালিকায় পরীমনি

0 401

 

 

মার্কিন প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোর্বস পরিচালিত ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’ শীর্ষক এই জরিপে ৭০ নম্বরে জায়গা করে নিয়েছে ‘স্বপ্নজাল’-খ্যাত এই গ্ল্যামারাস অভিনেত্রী।

সোমবার প্রকাশিত ওই তালিকায় পরীমনি সম্পর্কে লেখা হয়, ‘ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে মনির। আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার জিতেন তিনি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্র-সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এখন।’

এ তালিকায় যারা রয়েছেন, লিসা (২৩), জেনি (২৪), রোজ (২৩) ও জিসু (২৫)-এই চার তরুণীর গড়া দক্ষিণ কোরিয়ান পপ গ্রুপ ‌‘ব্ল্যাকপিংক’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা দেশটির মধ্যে সর্বোচ্চ। ভারত থেকে জায়গা পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আলিয়া ভাট, রণবীর সিং, হৃত্বিক রোশন, নেহা কক্কর, শহীদ কাপুর, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা ও শ্রেয়া ঘোষাল।

 

Leave A Reply

Your email address will not be published.