নিত্য নতুন খবর পাওয়া যাচ্ছে সৃজলার। কিছুদিন আগে অক্সফোর্ড থেকে সৃজলার একটি বই প্রকাশিত হলো বইয়ের নাম ফরএভার জানুয়ারি। আদ্যপ্রান্ত প্রেমের গল্প এই বই। এই বই প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন মন ফাগুনের তারকারাও। এই বই সম্পর্কে অভিনেত্রী বলেছিলেন,‘ আশা করি পাঠকদের আমার লেখা পছন্দ হবে’।
খুব শীঘ্রই তিনি এসভিএফ এর একটি মিউজিক ভিডিওতে কাজ করতে চলেছেন। শোনা যাচ্ছিল এই মিউজিক ভিডিওতে সৃজলার বিপরীতে থাকবেন জন ভট্টাচার্য।
জন এর আগের রিমলি ও নজর ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করেছেন। সৃজলা জনের জুটি দেখবার জন্য দর্শকরা বেশ উৎসাহিত ছিলেন। সেই উৎসাহের কথা মাথায় রেখেই আপকামিং এই মিউজিক ভিডিওর পোস্টার লঞ্চ করে দিয়েছে এসভিএফ।
পোস্টারে দেখা যাচ্ছে সৃজলা আর জন ডান্সিং পোজে দাঁড়িয়ে আছেন। দুজনকেই খুব মিষ্টি লাগছে দেখতে এবং পাশাপাশি বেশ ভালো মানিয়েছে। মন ফাগুন ভক্তরাও বলছেন, সৃজলাকে বেশ লাগছে জনের সাথে।
নিঃসন্দেহে এটা একটা ধামকাদার খবর। এভাবেই আরো অনেক দূর এগিয়ে যাও দিদি, আমরা সবসময় তোমার পাশে আছি।”, মিউজিক ভিডিওর নাম- ‘এলোরে পুজো এলো’।