The news is by your side.

এমি মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত জেনা ওর্তেগা

0 120

 

৭৫তম এমি অ্যাওয়ার্ডে মনোনীতদের তালিকা প্রকাশ হয়েছে । বছরের সেরা কাজের স্বীকৃতিস্বরুপ সেরাদের মনোনীত করেছে এমি কতৃপক্ষ। এ বছর প্রথমবারের মতো এমির মঞ্চে উপস্থিত হতে যাচ্ছেন জনপ্রিয় তারকা জেনা ওর্তেগা। ক্যারিয়ারে প্রথমবারের মতো এমি মনোনয়ন পেলেন জেনা। প্রথম এমি মনোনয়নে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী।

ওয়েডনেসডে তারকা ইনস্টাগ্রামে তার সহ অভিনেত্রীর সাথে একটি ছবি পোস্ট করেছেন। ক্রিস্টি ওয়েডনেসডে সিরিজে নেভারমোর প্রিন্সিপাল লরিসা ওয়েমসের ভূমিকায় অভিনয় করছেন। ছবিটি শেয়ার করে ওর্তেগা লিখেছেন, “ওয়েডনেসডে দলটি ১২টি এমি মনোনয়ন পেয়েছে।

ওর্তেগা আরো লেখেন, “আমাদের কাস্ট, ক্রু, লেখক এবং পরিচালকদের দেওয়া অবিশ্বাস্য সময় ও প্রচেষ্টাকে নিজে প্রত্যক্ষ করতে পেরে আমি খুবই সৌভাগ্যবান এবং তাদের সাথে এটি শেয়ার করতে পেরে খুবই উচ্ছ্বসিত বোধ করছি।”

৭৫তম এমি অ্যাওয়ার্ডে ১২ টি মনোনয়ন পেয়েছে আলোচিত সিরিজ ‘ওয়েডনেসডে’। জেনা ওর্তেগা এই কমেডি সিরিজে অসামান্য অভিনয়ের জন্য প্রধান অভিনেত্রী হিসেবেও মনোনীত হয়েছেন। সিরিজটিতে অ্যাডামসের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন জেনা।

শুধু তাই নয়, এই অভিনেত্রী সর্বকনিষ্ঠ ল্যাটিন তারকা যিনি অভিনয় বিভাগে মনোনীত হয়েছেন।

জেনার পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় সিক্ত করছেন অভিনেত্রীকে। পোস্টটি ইতিমধ্যে প্রায় ৪ মিলিয়ন লাইক অর্জন করেছে। এমি মনোনয়ন দিয়ে সম্মানিত করার জন্য টেলিভিশন একাডেমিকে ধন্যবাদ জানিয়েছেন জেনা ওর্তেগা।

 

Leave A Reply

Your email address will not be published.