The news is by your side.

এমন একটি স্বপ্ন শেষ পর্যন্ত সত্যি হলো!  লিওনেল মেসি

0 122

 

বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন কাতার বিশ্বকাপের আগেও চারটি বিশ্বকাপ খেলেছেন তিনি। যার তিনটিকে প্রত্যাশার অগাধ চাপ ছিল লিও’র কাঁধে। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ আসরে ফাইনাল খেলেও হতাশার কান্না নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এবার তরুণ এক দল নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন পূরণ করেছেন পিএসজি’তে খেলা সাতটি ব্যালন ডি’অর জয়ী তারকা।

এই বছর কোনদিন ভুলবেন না বলে জানিয়েছেন মেসি। উষ্ণ বার্তায় পরিবার, বন্ধু ও ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি, ‘কোনদিন ভুলবনা এমন একটি বছর শেষ হলো। সব সময় তাড়া করে বেড়িয়েছি এমন একটি স্বপ্ন শেষ পর্যন্ত সত্যি হলো।’

নিজের ইনস্টাগ্রামে মেসি লিখেছেন পরিবার, বন্ধুরা না থাকলে এই শিরোপার কোন মানে হতো না, ‘তবে এই শিরোপার কোন মানে হতো না যদি না এই শিরোপা জয়ের উৎসব আমার অসাধারণ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে না পারতাম, বারবার ব্যর্থ হওয়ার পরও যদি আমার বন্ধুরা আমাকে সমর্থন দিয়ে না যেতেন। এছাড়া সবসময় চাইতাম, যারা আমাকে অনুসরণ করেন তাদের জন্য বিশেষ মুহূর্ত উপহার দিতে।’

সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মেসি লিখেছেন, ‘যদি আমার দেশের লোকজন, প্যারিস, বার্সেলোনা কিংবা আরও অন্যান্য দেশের ভক্তরা সমর্থন দিয়ে না যেতেন তাহলে যেখানে আমি এসেছি, যা অর্জন করেছি তা অসম্ভব ছিল। আশা করছি, সকলের জন্য ভালো একটি বছর কাটবে। নতুন বছরে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সকলকে আমার আলিঙ্গন।’

Leave A Reply

Your email address will not be published.