The news is by your side.

এমএলএস অভিষেকে মেসির গোলে মায়ামির জয়

0 135

 

যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির জার্সিতে টানা আট ম্যাচ খেললেও মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হচ্ছিল না লিওনেল মেসির। এবার সেই আক্ষেপ মিটেছে মেসি ও তার ভক্তদের। এমএলএসে মেসির অভিষেক ম্যাচে নিউইয়র্ক রেড বুলসকে ২-০ গোলে হারিয়েছে মায়ামি।

ইন্টার মায়ামির দ্বিতীয় গোলটি এসেছে মেসির পা থেকেই। অন্য গোলটি করেছেন ডিয়েগো গোমেজ। এ নিয়ে মায়ামির জার্সিতে ৯ ম্যাচে মেসির গোল এখন ১১।

মেসি ম্যাচটা খেলতে নেমেছিলেন ঘণ্টা খানেকের মাথায়। সাতবারের ব্যালন ডি’অর জয়ী ৬০ মিনিটে মাঠে নামলেও দর্শকদের মন ভরিয়ে দেওয়ার উপলক্ষ তার কাছে যথেষ্ট ছিল। ৮৯ মিনিটে শেষ গোলটি করার এক কৃতিত্বও তারই। শুরুতে বেঞ্জামিন ক্রেমাসচিকে পাস দিয়ে ফিরতি বলে দারুণ ফিনিশিংয়ে জাল কাঁপিয়েছেন। মায়ামিতে এটি মেসির ১১তম গোল। ৩৭ মিনিটে শুরুর গোলটি করেছেন মিডফিল্ডার ডিয়েগো গোমেজ।

টানা ১১ ম্যাচে জয়হীন থেকে মায়ামি এই ম্যাচ শুরু করেছিল। যার মধ্যে হার ছিল ৮টিতেই। লিগের ২৯টি দলের মধ্যে টেবিলে কম পয়েন্ট নিয়ে থাকা দলটির মধ্যেও তারা অন্যতম- ২২। প্লে-অফ পজিশনে যেতেও ১২ পয়েন্টের ব্যবধান রয়েছে। এখন মেসিদের সামনে কঠিন পথ।

Leave A Reply

Your email address will not be published.