বাংলাদেশের এভিয়েশন খাতে প্রশিক্ষণ সহযোগিতা প্রসারিত করার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা (আইকাও)।
মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেলনের তৃতীয় দিনে এই ঘোষণা দেয় সংস্থাটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক সংস্থা জানায়, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের অংশগ্রহণে আইকাও-র পাঁচদিনব্যাপী ৫৮তম সম্মেলন ঢাকার প্যান-প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছ। সম্মেলনের তৃতীয় দিনে আইকাও ট্রেইনার প্লাস-এর সক্রিয় সদস্য হিসেবে বেবিচক এবং আইকাওয়ের মধ্যে একটি ট্রেনিং সার্ভিস অ্যারেঞ্জমেন্ট ফ্রেমওয়ার্ক সম্পাদিত হয়।
এতে আইকাওর পক্ষে সেক্রেটারি জেনারেল হুয়ান কার্লোস সালাজার, বেবিচকের পক্ষে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান স্বাক্ষর করেন।
একই সময়ে আইকাও এবং ফিলিপাইনের মধ্যেও একটি ট্রেনিং সার্ভিস অ্যারেঞ্জমেন্ট ফ্রেমওয়ার্ক সম্পাদিত হয়। একই সময়ে ডিরেক্টর (ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইপ্লিমেন্টেশন ব্যুরো অব আইকাও) জর্জ আন্তোনিও ভার্গাস আরায়া, বেবিচক সদস্য (অপস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী, পরিচালক (সিভিল এভিয়েশন একাডেমি) প্রশান্ত কুমার চক্রবর্তী এবং আইকাওর হেড অব দ্যা ট্রেনিং অপারেশনস্ ইউনিট মেকি লাও উপস্থিত ছিলেন।
ট্রেনিং সার্ভিস অ্যারেঞ্জমেন্টের মূল লক্ষ্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সহযোগিতা নিশ্চিত করা। এর মাধ্যমে বাংলাদেশে এভিয়েশন খাতে দক্ষ ও সুপ্রশিক্ষিত জনবল তৈরির পথ সুগম হবে। বেবিচকের এয়ার ট্রাফিক কন্ট্রোলসহ অন্যান্য কারিগরি ও অপারেশনাল কাজে নিয়োজিত কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইকাও আরও কার্যকর ভূমিকা পালন করবে।
বেবিচক চেয়ারম্যানের সভাপতিত্বে সম্মেলনের তৃতীয় দিনে এভিয়েশন সেক্টরের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ, ব্যবস্থাপনা ও এর বিভিন্ন আইনগত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচিত হয়।