The news is by your side.

এভারগ্রিন শ্বেতা তিওয়ারি নজর কেড়েছেন ন্যুড লিপসে

0 153

মধ্যবয়সে পৌঁছেও শ্বেতা তিওয়ারি যথেষ্ট এভারগ্রিন। প্রায়ই নিত্যনতুন ফটোশুট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। অপরদিকে তাঁর মেয়ে পালক কেও শ্বেতা তৈরি করছেন বলিউডে কেরিয়ার গঠনের জন্য। এর মধ্যেই মঙ্গলবার শ্বেতা কয়েকটি ছবি শেয়ার করেছেন।

শ্বেতার শেয়ার করা ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে হালকা নীল রঙের ডেনিমের ক্রপ টপ। ডিপ নেক ক্রপ টপের মাধ্যমে শ্বেতার ক্লিভেজ দৃশ্যমান হয়েছে। তার সাথে সাদা রঙের হট প্যান্ট পরেছেন শ্বেতা।

হট প্যান্টে রয়েছে সোনালি রঙের বোতাম। হট প্যান্টের মাধ্যমে শ্বেতার দুই পা উন্মুক্ত রয়েছে। এই পোশাকের উপরে শ্বেতা পরেছেন নীল রঙের ব্লেজার। ব্লেজার জুড়ে রয়েছে হালকা এমব্রয়ডারি। এটি একটি ।

সেমি-ফর্মাল পোশাক। তার সাথে শ্বেতার কানে রয়েছে সিলভার রঙের ওভারসাইজড ইয়ারিং। চুল খোলা রয়েছে। স্মোকি আই, ন্যুড লিপসে নজর কেড়েছেন শ্বেতা। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে শ্বেতা লিখেছেন, ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নাও। কারণ এখনও অনেক দূর যাওয়া বাকি।

শ্বেতার ছবিগুলি যথেষ্ট ভাইরাল হয়েছে। তাঁর ছবিতে কমেন্ট করে করণবীর ভোহরা শ্বেতার মিষ্টতার প্রশংসা করেছেন। এছাড়াও শ্বেতার ছবিগুলির প্রশংসা করেছেন নিক্কি তম্বোলি , অভিনব শুক্লা , দিব্যাঙ্কা ত্রিপাঠীরা।

‘কসৌটি জিন্দেগি কি’-র প্রেরণা হিসাবে অভিনয় জীবন শুরু করেছিলেন শ্বেতা। সাম্প্রতিক কালে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ম্যায় হুঁ অপরাজিতা’-য় তাঁকে অভিনয় করতে দেখা গেছে।

এই ওয়েব সিরিজে শ্বেতার বিপরীতে অভিনয় করছেন মানব গোহিল । এছাড়াও রোহিত শেঠি  নির্মিত ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ অভিনয় করতে দেখা যাবে শ্বেতাকে।

 

Leave A Reply

Your email address will not be published.