The news is by your side.

এবার শর্টফিল্মে দেখা যাবে ক্রিকেটার সাকিবকে

0 126

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসান। সারাবিশ্বেই রয়েছে তার তুমুল জনপ্রিয়তা। ক্রিকেটের পাশাপাশি বিজ্ঞাপনেও বেশ পদচারণা রয়েছে এই অলরাউন্ডারের। এবার শর্টফিল্মে দেখা যাবে সাকিবকে।

সম্প্রতি একটি শর্টফিল্মে অভিনয় করেছেন এই ক্রিকেট তারকা। এপ্রিলের মাঝামাঝিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ফিল্মটির। কিন্তু এখনও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনেমাটির নাম কিংবা গল্প সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি।

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছেন, চলতি রমজানে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের মাধ্যমে মানুষের জন্য নতুন বার্তা দিবেন সাকিব।

প্রতিষ্ঠানটি আরও এক বার্তায় জানায়, সফলতা ও পরিশ্রমী স্বভাবের জন্য ব্যাপক পরিচিত সাকিব আল হাসান। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান অর্জন কিংবা ব্যক্তিগত জীবনে একজন দায়িত্বশীল মানুষ, সব জায়গাতেই চ্যাম্পিয়ন ও সবার জন্য অনুপ্রেরণার এক উৎস হচ্ছেন তিনি।শর্টফিল্মটিতে হয়ত তারই প্রতিফলন তুলে ধরা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.