সাফল্য আর স্বীকৃতি, দুটোয় পরিপূর্ণ জয়া আহসানের চলতি বছর। টলিউডে তার অভিনীত দুটি সিনেমা পরপর সুপারহিট । ঢালিউডের ‘বিউটি সার্কাস’-এ অভিনয়ের জন্য পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর পাশাপাশি তার ‘নকশীকাঁথার জমিন’ ছবিটি আন্তর্জাতিক কয়েকটি আয়োজনে পুরস্কার ও প্রশংসা পাচ্ছে নিয়মিত।
সেই প্রাপ্তির খাতায় এবার যুক্ত হলো আরও একটি পুরস্কার। যেটা এসেছে দক্ষিণ কোরিয়ার ‘বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যাল’ থেকে। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে উৎসবটির ১৪তম আসর। এতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় ‘বেস্ট ফিচার ফিল্ম’ হিসেবে পুরস্কৃত হয়েছে ‘নকশীকাঁথার জমিন’।
খবরটি শুনে কলকাতা থেকেই আনন্দ ভাগ করে নিয়েছেন জয়া আহসান। শুভেচ্ছা জানিয়েছেন ছবিতে তার সহশিল্পী ও নির্মাতা-কুশলীদের।
২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলেছে উৎসবটি। এর মধ্যে ২৮ অক্টোবর স্থানীয় সময় সকাল ১০টায় দেখানো হয় ‘নকশীকাঁথার জমিন’। সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, প্রায় সাতশ ছবি থেকে বাছাই করে ৮টি ছবিকে সেরা কাহিনিচিত্র বিভাগে মনোনয়ন দেওয়া হয়। আর সেখান থেকে পুরস্কারটি এসেছে ঢাকাই ছবিটির ঝুলিতে।