বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনে ভোট দিতে এসে সন্তুষ্টির কথা জানিয়েছেন চিত্রনায়ক ফেরদৌসও। পাশাপাশি নিজের ভালো লাগার কথাও ব্যক্ত করেছেন।
এক প্রতিক্রিয়ায় ফেরদৌস বলেন, ‘এফডিসির মধ্যে বাইরের লোকের আনাগোনার কারণে শিল্পীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। এ ছাড়াও নানা ধরনের হয়রানির শিকার হন। কিন্তু আজ এফডিসিতে এসে যে পরিবেশ দেখলাম সত্যিই অবিস্মরণীয়। এফডিসিতে এত সুন্দর পরিবেশ এর আগে দেখিনি। আমার মনে হয়, এমন পরিবেশ সবসময় থাকা উচিত।’
তিনি বলেন, শিল্পীদের পদচারণায় এফডিসি এভাবেই উৎসবমুখর হয়ে থাকুক, ভ্রাতৃত্ব বন্ধন বাড়ুক। এ প্রত্যাশাই রাখি।
তিনি আরও বলেন, যেই জয়লাভ করুক, শিল্পী ও সমিতির জন্য কাজ করবে এমন আশা রাখি।
বিএফডিসিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রায় ৫ ঘণ্টা শেষ হয়েছে। সকাল ৯টার পর পরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোট দিতে দেখা গেছে অনেককে।
ভোট শুরু হওয়ার পর প্রথমেই ভোট দেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। বেলা যত গড়াচ্ছে তারকা ভোটারদের উপস্থিতি তত বাড়ছে।
ভোট দিয়েছেন সভাপতি পদে লড়াইয়ের দুই প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী ও মিশা সওদাগর।