The news is by your side.

এনা সাহার বিছানায় একসঙ্গে সাত সারমেয় শাবক!

0 126

অভিনেত্রী এনা সাহা। বর্তমানে টলিউডের কনিষ্ঠতম প্রযোজক এনা সাহা। শরীরের গঠন নিয়ে অনেকবার অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে। সেসবের মাঝে দাঁড়িয়েও ‘বোল্ড লুকেই’ অভিনেত্রী মন জয় করেন অনুরাগীদের।

এবার এক অন্য ভূমিকায় দেখা গেল অভিনেত্রীকে। এবার এক্কেবারে মায়ের ভূমিকায় ধরা দিলেন এই টলি সুন্দরী। তাও আবার একজন আধজন নয়, সাত জনের মায়ের ভূমিকা পালনে নিজেকে ব্যস্ত করলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

এই ভিডিওতে তাকে বিছানার উপর সাতজনকে সামলাতে দেখা গেল। সাতজনই ছোট্ট ছোট্ট। তবে তারা কেউই মানবশিশু নন, তারা প্রত্যেকেই সারমেয় শাবক। সকলেই আলাদা আলাদা প্রজাতির। আর তাদেরকে একাহাতে সামলাচ্ছেন অভিনেত্রী। ভিডিওতে প্রত্যেককে আলাদা আলাদা করে নাম ধরে চিনিয়ে দিয়েছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ছেলেদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এদের জন্যই আমার জীবনে রয়েছে ভালোবাসা, শান্তি, সত্য, স্বপ্ন, ভাগ্য, বিশ্বাস এবং আশা।

সকলে তাদেরকে অভিবাদন করুন’। এই ভিডিও দেখেই মুগ্ধ নেটিজেনরা। অনেকেই, যারা পোষ্য ভালোবাসেন, তারা তো ঝুড়ি ঝুড়ি ভালোবাসা যেন ঢেলে দিয়েছেন অভিনেত্রী ও তার পোষ্যদের। আবার অনেকেই তাদের কুশলতা কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.