বিএনপিকে ২০০৮ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ের নির্বাচনের ফলাফল স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের জিজ্ঞেস করুন, এত যে লাফালাফি, কীসের জন্য? সেই নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বিএনপি কয়টা সিট পেয়েছিল? মাত্র ৩০টা সিট পেয়েছিল তারা। জাতীয় পার্টি পেয়েছিল ২৭টি সিট। মাত্র ৩টা সিট বেশি পাওয়ায় খালেদা জিয়া লিডার অব দ্য অপজিশন হয়েছিল।
জাতীয় পার্টি আর তিন-চারটা সিট পেলে খালেদা জিয়া বিরোধীদলীয় নেত্রী হতে পারতেন না বলেন উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, এটাই হলো বাস্তবতা।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এ প্রশ্ন রাখেন তিনি।
২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কথা উল্লেখ করে দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, ওই নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে জাতীয়-আন্তর্জাতিক কোনোভাবেই কি ওই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে? ওঠে নাই। কেউ কোনও প্রশ্ন করে নাই। কারণ, নির্বাচনের ফলাফলটা কী ছিল? নির্বাচনের ফলাফল অনেকেই ভুলে গেছেন।
এখন নির্বাচন নিয়ে বিএনপির কথা বলা নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ২০০৬ সালে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোট নিয়ে নির্বাচন করতে গেলো খালেদা জিয়া। তখন বাংলাদেশের মানুষ সেই ভোট মানেনি।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টা ৫ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও যুব মহিলা লীগের সম্মেলনে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।