The news is by your side.

এটিএম শামসুজ্জামান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি

0 646

 

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান আবারও গুরুতর অসুস্থ। আজ  দুপুরে ফের তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়েছে।

গত দুই দিন ধরে বাসায় অসুস্থ ছিলেন এটিএম শামসুজ্জামান। আজ আরও বেশি অসুস্থ বোধ করায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল জানান, গত দুইদিন ধরে বাবার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল। এছাড়া টয়লেটেরও সমস্যা হচ্ছে। ঠিকমতো খাওয়া-দাওয়াও করতে পারছেন না। আর এজন্য আজ দুপুরে তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন এটিএম শামসুজ্জামান। হঠাৎ অসুস্থবোধ করায় গত ২৬ এপ্রিল দিবাগত রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়িছিল এই অভিনেতাকে। ওইদিন এটিএম শামসুজ্জামানকে স্যালাইন দেয়া হয়। অবস্থা আরও গুরুতর হওয়ায় পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে স্থানান্তর করা হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.