বিস্ফোরক সাক্ষাৎকার দিয়ে দেশের ক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার কথায় উঠে এসেছিল, দলের দুই সুপারস্টার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ব্যক্তিগত দ্বন্দ্বের খবর। তবে সোমবার সুর বদলান বিসিবি সভাপতি। এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ বিষয়ে মুখ খুলেছেন।
মঙ্গলবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে এই প্রসঙ্গে কথা বলেন টাইগারদের এই কোচ।
হাথুরুসিংহে বলেন, আমার মতে, যখন আপনি জাতীয় দলের হয়ে খেলবেন, আপনার দায়িত্বকে আপনি বেশি গুরুত্ব দিবেন। সবার সঙ্গে বন্ধুত্ব থাকতে হবে, তা জরুরি না। যতক্ষণ না পর্যন্ত তাদের এমন সম্পর্ক দলের ভেতর কোনো নেতিবাচক প্রভাব ফেলছে, ততক্ষণ আমার কোনো সমস্যা নেই।
তবে এ বিষয়ে পাল্টা প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে উঠেন হাথুরুসিংহে। তার মতে, আমাদের এখন এই বিষয়ে কথার বলার সঠিক সময় না।
তিনি বলেন, সামনে ইংল্যান্ড সিরিজ, সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। সবার সিরিজের দিকে বেশি ফোকাস থাকা দরকার।
আগামী ১ মার্চ থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। এর আগে, শেষ মুহূর্তেই ব্যস্ত সময় পার করছে উভয় দলই।