আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিজয়ের একান্ন বছর পর এদেশকে এখনও সুষম করতে পারিনি। এখনও বিজয়কে উপভোগ করা যায়নি। এখনও সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী বিএনপি বিজয়কে নস্যাৎ করতে তৎপর।’
মহান বিজয় দিবসে আজ শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের বিজয় এখনও সংহত হয়নি, শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত আর অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’