The news is by your side.

এক বিকেলে জীবন ছোঁবো, ঠিক তো!

0 217

তসলিমা নাসরিন

 

এক বিকেলে মেঘনা যাব, ঠিক তো!

আগের সব অভিজ্ঞতা তিক্ত,

একটু ভাই বুঝে চলবে, নৌকো যদি চড়ি

শেষ বিকেলে খিদে লাগলে কাঁচকি-চচ্চড়ি,

চন্দ্রমুখী আকাশখানি আয়না-জলে ফেলে

উপুড় করে রাখব কিছু স্বপ্ন এলেবেলে।

 

সুখে কিন্তু শরীর ভাসে, জল-জোয়ারে সুখ,

একটু তুমি জানি জলের পা ছুঁতে ইচ্ছুক।

আমার বড় শহর ছেড়ে দূরে যাবার শখ

সঙ্গে যদি ইচ্ছে যেতে চঞ্চল বালক

একটু ভাই দেখে চলবে, পিছলে যদি পড়,

সাঁতার জানো? মনে হয় না। নৌকো নড়বড়।

 

এক বিকেলে জীবন ছোঁবো, ঠিক তো!

সেই কতকাল ভেতরখানা রিক্ত।

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.