The news is by your side.

এক দফা দাবিতে ১৮ জুলাই দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির

0 146

 

পদত্যাগ, সংসদের বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির এক দফা দাবিতে আগামী ১৮ জুলাই ঢাকাসহ সারাদেশে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ বুধবার বিকেলে নয়াপল্টনে সমাবেশে বক্তৃতাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল জানান, ১৮ জুলাই ঢাকায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা হবে।

১৯ জুলাই ঢাকায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা উত্তরার আব্দুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে।

যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের ১ দফার যৌথ ঘোষণা দিতে সমমনা বিভিন্ন দল ও জোটের কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির এ সমাবেশ শুরু হয়।

সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, ‘এখনো সময় আছে ঘোষণার পরপরেই পদত্যাগ করুন। রাজনৈতিক ইতিহাস বলে পরে পালাবার পথও পাবেন না।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, ‘এরপরও যদি কাজ না হয়, আঙুলে ঘি না ওঠে তাহলে কী করতে হয় তা দেশের মানুষ জানে। আপনাদের প্রত্যাশিত কর্মসূচি দিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।’

Leave A Reply

Your email address will not be published.