ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৮টার দিকে মধ্য কিয়েভে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেন জুড়ে বিস্ফোরণের খবর আসছে বলে জানিয়েছেন কিয়েভে অবস্থানরত বিবিসির প্রতিবেদক।
ইউক্রেনের জরুরি সেবা কর্তৃপক্ষ বলছে, এ হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরের কেন্দ্রে শেভচেনকিসভস্কি জেলায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
গত কয়েকমাসে এই প্রথমবারের মতো কিয়েভে হামলা চালানো হলো। তবে আগের হামলার তুলনায় এগুলো শহরের কেন্দ্রস্থলের অনেক কাছে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার সাথে ক্রিমিয়াকে সংযোগকারী একমাত্র সেতুটিতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার দুই দিন পর কিয়েভে এই হামলার ঘটনা ঘটলো।
এর আগে ক্রিমিয়া সেতুর বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করে একে ‘সন্ত্রাসী তৎপরতা’ বলে আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিবিসি বলছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম সপ্তাহের পর এটিই ব্যাপকতার দিক থেকে সবচেয়ে বড় রাশিয়ান আক্রমণ বলে মনে হচ্ছে।
সেতুতে বিস্ফোরণ নিয়ে আলোচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আজ তার নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন।
ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, জাপোরিঝিয়ায় আরও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।