একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
শিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, অভিনেত্রী তারিন, চলচ্চিত্র অভিনেত্রী শাহনূর, লেখক ও সাংবাদিক সুজন হালদারসহ জোট নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জোট নেতৃবৃন্দ একুশের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।একইসঙ্গে উচ্চ আদালত এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এর আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।