সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েও প্রো লিগে দুর্দান্ত পারফর্ম করে চলেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। প্রো লিগের অভিষেক ম্যাচে গোল পাননি, পরের ম্যাচে গোল পেলেও রোনালদোসুলভ পারফরম্যান্স ছিল না। বৃহস্পতিবার রাতে আল ওয়েদার বিপক্ষে স্বরূপে দেখা গেছে সিআরসেভেন-কে।
আল ওয়েদাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। চারটি গোলই করেছেন রোনালদো। ম্যাচের ২১তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন এই পর্তুগিজ তারকা। লিগ ক্যারিয়ারে এটি তাঁর ৫০০তম গোল। এরপর ৪০ ও ৫৩ মিনিটে গোল করে ৬১তম হ্যাটট্রিক পূরণ করেন।
৬১তম মিনিটে আরো একবার ওয়েদার জালে বল পাঠান।
বড় জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে আছে আল নাসর। এক ম্যাচ বেশি খেলা আল শাবাবের পয়েন্টও ৩৭, তবে তারা পিছিয়ে আছে গোল ব্যবধানে। এ ছাড়া আল ইতিহাদ রয়েছে পয়েন্ট তালিকার তিনে। আল হিলালের অবস্থান চারে।